রবিবার ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক:   |   মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   136 বার পঠিত

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

আজ ০৪ জুলাই সূচকের উত্থানেও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও তার স্থায়িত্ব থাকেনি। পরবর্তীতে সূচকের এক টানা পতন হয়। এরপর আবারও সূচকের একটানা উত্থান। এভাবে অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ০৪ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৪.১০ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪.৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৩.৫৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৯.৭৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৭ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ২৯৭টি শেয়ার ১ লাখ ৫৪ হাজার ১৪৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬০০ কোটি ২৮ লাখ ৮৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৩ জুলাই ডিএসইতে ১৯ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৫৫৩টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ৩৮৪ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৬৭৯ কোটি ৭৩ লাখ ২৬ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭৯ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ২০.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭২৫.৫০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২১১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৬৩টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৮০ লাখ ০৫ হাজার ৪৪৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৩৪৫ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬ কোটি ৯১ লাখ ৯১ হাজার ১০৪ টাকা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।