শুক্রবার ১০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক :   |   রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   63 বার পঠিত

সূচকের উত্থানে সপ্তাহ শুরু

আজ ০৩ ডিসেম্বর সূচকের উত্থানে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। দিনশেষে প্রধান সূচকের উত্থান হলেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৮.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩১.৯৪ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ২.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৫.৩২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৮.৪৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির , কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.৮৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৮ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ২৩টি শেয়ার ১ লাখ ১৬ হাজার ৩৭৭ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ০১ লাখ ৩৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ নভেম্বর ডিএসইতে ১০ কোটি ৬১ লাখ ৪২ হাজার ৬৮২টি শেয়ার ১ লাখ ২৬ হাজার ৪৯৩ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৩৮৮ কোটি ৬৯ লাখ ২৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৯ কোটি ৬৭ লাখ ৯১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৫.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪৮৫.৪৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ৩০ লাখ ৫৩ হাজার ৪১২ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৭৫৯ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ৩২ লাখ ৫৫ হাজার ৬৫৩ টাকা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:০৬ অপরাহ্ণ | রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।