সোমবার ৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক:   |   বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   40 বার পঠিত

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

আজ ১২ অক্টোবর সূচকের সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য লেনদেন হযেছে। দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১৩.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৯.৩৪ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮.২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪১.৫৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.৩৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৮ কোটি ৫১ লাখ ৫৪ হাজার ৮৫টি শেয়ার ১ লাখ ১৭ হাজার ৮৪০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১৮ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১১ অক্টোবর ডিএসইতে ৭ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার ৬১৪টি শেয়ার ১ লাখ ১৭ হাজার ৮৯৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৩০ কোটি ৪০ লাখ ৪৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৭ শতাংশ বা ৩১.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৪৮.১৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ২ লাখ ৭৬ হাজার ৪৮৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৮ লাখ ৬৫ হাজার ১১ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩ কোটি ৫ লাখ ৮৮ হাজার ৫২৫ টাকা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।