মঙ্গলবার ৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক :   |   বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   36 বার পঠিত

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

আজ ১৯ অক্টোবর সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু সকাল ১০টা ৫০ মিনিট থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত একটানা পতন হতে দেখা গেছে। তবে দিনশেষ সূচকের তীর উপরের দিকে উঠে যায়। এর ফলে দিনশেষে প্রধান সূচকের উত্থানে টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১৯ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৯.০০ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.৫৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪০.৪৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৪২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ২২৩টি শেয়ার ১ লাখ ৪৩ হাজার ২৫৩ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ অক্টোবর ডিএসইতে ৭ কোটি ১৫ লাখ ৮৮ হাজার ১৬টি শেয়ার ১ লাখ ২২ হাজার ৭৬১ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৫১২ কোটি ২১ লাখ ৬২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪২ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০ শতাংশ বা ১.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৮১.৫৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৭ লাখ ৪১ হাজার ৫৫৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৭৪০ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ৮১৯ টাকা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।