মঙ্গলবার ৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

  |   বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   74 বার পঠিত

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

আজ ১১ জানুয়ারি সূচকের উত্থানে সপ্তাহ শেষ দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবতীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচক পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ১১ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৬.৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০১.৬৯ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫.৯১ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ৯.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৭.৯০ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১১৭ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩২.৯৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২১ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার ৩৪৯টি শেয়ার ১ লাখ ৯৪ হাজার ৭৭১ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৫২ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১০ জানুয়ারি ডিএসইতে ১৭ কোটি ৯২ লাখ ২৪ হাজার ৯৬৮টি শেয়ার ১ লাখ ৪০ হাজার ২২৬ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৫০৮ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৪৪ কোটি ৩৬ লাখ ৬১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২০ শতাংশ বা ৩৮.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৬৫.৪০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫ টির, কমেছে ৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯ টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৬৮২ টাকা।

গতকাল লেনদেন হয়েছিল ৬ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ৯২ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৫৯০ টাকা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।