সোমবার ৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

  |   বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   56 বার পঠিত

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

আজ ২২ ফেব্রুয়ারি সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ১৭.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৩.৯৫ পয়েন্ট।

অপর দুই সূচকের মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক ০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬০.৫২ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ৭.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৯.৫৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১৯৭ টির, কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৯.৩৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২৭ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৫১ টি শেয়ার ২ লাখ ১৬ হাজার ৯৫৪ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ৮৬২ কোটি ১৮ লাখ ৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ ফেব্রুয়ারি ডিএসইতে ২৩ কোটি ১৭ লাখ ৩৭ হাজার ৫৩৮ টি শেয়ার ১ লাখ ৯৮ হাজার ১৪৯ বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৭৬৪ কোটি ৬৪ লাখ ৯২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯৭ কোটি ৫৩ লাখ ১৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩১ শতাংশ বা ৫৬.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ০০৬.৮৪ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১২০ টির, কমেছে ৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ৯২ লাখ ৩১ হাজার ৮৪২ টাকা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।