বৃহস্পতিবার ৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পতনে সপ্তাহ শেষ

  |   বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   42 বার পঠিত

সূচকের পতনে সপ্তাহ শেষ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ০৭ মার্চ সূচকের পতনে সপ্তাহ শেষ হয়ছে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৬ শতাংশ বা ৫৩.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১১২.৭৬ পয়েন্ট।

অপর দুই সূচকের মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক ৭.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৩৫.৮৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ১২.০০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৪.৩৪ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬ টির, কমেছে ৩০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.১৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ২০ কোটি ৭১ লাখ ২১ হাজার ৫৬৬ টি শেয়ার ১ লাখ ৮৩ হাজার ৭২৩ বার হাতবদল হয়েছে। টাকার অংকে যার বাজারমূল্য ৭০৩ কোটি ৭০ লাখ ৫৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ মার্চ ডিএসই’র ডিএসইতে ২০ কোটি ১১ লাখ ৫ হাজার ৪১১ টি শেয়ার ১ লাখ ৮২ হাজার ৭৪৯ বার হাতবদল হয়েছিল। টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৭৩০ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৬ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৩ শতাংশ বা ৯৪.৫৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৫৫০.৭৮ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪ টির, কমেছে ১৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির।

আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২০ লাখ ২০ হাজার ৮৬৫ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৩৮ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১১ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৫৭৩ টাকা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।