শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   278 বার পঠিত

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

গতকালকের মত আজও উভয় শেয়ারবাজারে পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ উভয় শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি কেমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে প্রায় অর্ধেক কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৬৫ কোটি ২৮ লাখ টাকা বা ৩৬.২৮ শতাংশ কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকার।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০১.৭২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৩৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৩.৭৯ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ৪.৪৩ পয়েন্ট কমে দাড়িয়েছে যথাক্রমে ১২৯৩.৯৬ পয়েন্টে, ২১৯৫.০২ পয়েন্টে এবং ১২৬০.০৮ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬২টির বা ১৭.৪১ শতাংশের, শেয়ার দর কমেছে ২২২টির বা ৬২.৩৫ শতাংশের এবং ৭২টির বা ২০.২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৯৮.৪৩ পয়েন্টে। সিএসইতে আজ ২৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টির দর বেড়েছে, কমেছে ১৬২টির আর ৫০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১৮ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।