মঙ্গলবার ৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক:   |   বুধবার, ২৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   54 বার পঠিত

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

আজ ২৩ আগস্ট সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেনের শুরু হয়, যার স্থায়িত্ব ছিল দুপুর ১২টা পর্যন্ত। পরবর্তীতে সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৫.৭৫ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩০.৪০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২ টির, কমেছে ১২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৮ কোটি ৬৭ লাখ ১৯ হাজার ৫৭৮টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ২১৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৭০ লাখ ৭৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২২ আগস্ট ডিএসইতে ৯ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার ৬৩৫টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৯৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫০৩ কোটি ১৫ লাখ ২৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬৯ কোটি ৪৪ লাক ৫০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১৫.০৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৬১.৩৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০ টির, কমেছে ৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৯ লাখ ০৭ হাজার ৩৫০ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৭৩৬ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৭ কোটি ৪ লাখ ১১ হাজার ৬১৪ টাকা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:১১ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।