রবিবার ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক:   |   সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   36 বার পঠিত

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

আজ ০৪ সেপ্টেম্বর সূচকের পাশাপাশি লেনদেন কমেেেছ দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেনের শুরু হয়। পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। তবে সূচক উত্থানের তুলনায় পতনের পরিমাণ বেশি ছিল। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৭.৮১ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ১.৮১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭২.১১ পয়েন্টে ও দুই হাজার ১৪৩.৪৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩২৪ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টির বা ১৭.৯০ শতাংশের, দর কমেছে ১০২টির বা ৩১.৪৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির বা ৫০.৬২ শতাংশের দর।

এদিন ডিএসইতে ৫৭৭ কোটি ০৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ৬০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৬৫ লাখ টাকার।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩১.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩১.৫৮ পয়েন্টে।

এছাড়া সিএসসিএক্স ১৯.২৬ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১.১৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৭.২৩ পয়েন্ট এবং সিএসআই ১.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৩৯.৩৮ পয়েন্টে, একহাজার ৩০৮.৫৮ পয়েন্টে, ১৩ হাজার ৩৯৭.৬১ পয়েন্টে এবং একহাজার ১৭৪.৭৭ পয়েন্টে।

সিএসইতে আজ ১৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৬২টির আর দর অপরিবর্তিত রয়েছে ৫৩টি। সিএসইতে আজ ১৩ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৫৪ অপরাহ্ণ | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।