শনিবার ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   45 বার পঠিত

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ০৯ মার্চ সূচকের পাশাপাশি লেনদেন কমেছে। এদিন কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ২ দশমিক ৪০ গুন বেশি হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬০ দশমিক ১৭ পয়েন্টে।

এছাড়া, এদিন ডিএসই-৩০ সূচক ১ দশমিক শূন্য ৮ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৬ দশমিক ৯৬ পয়েন্টে এবং ১ হাজার ৩৬২ দশমিক ৩২ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৭টি এবং কমেছে ১১৩টির।
শেয়ার পরিবর্তন হয়নি ১৬৮টির।

এদিন ডিএসইতে ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

আগের কার্যদিবস মঙ্গরবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার।

অপরদিকে, ডিএসইর মত অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি লেনদেন কমেছে।

আজ সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫০ দশমিক ১৫ পয়েন্টে।

এছাড়া, এদিন সিএসসিএক্স সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৯ দশমিক ৯১ পয়েন্টে।

এবং সিএসআই দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬১ দশমিক ২০ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে- সিএসই-৫০ সূচক দশমিক ৪৪ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ১ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ হাজার ৩২৩ দশমিক ৯১ পয়েন্টে এবং ১৩ হাজার ৩৫২ দশমিক ৭৮ পয়েন্টে।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৯টি, কমেছে ৪৬টি এবং পরিবর্তন হয়নি ৬৪টির।

এদিন লেনদেন হয়েছে ৯ কোটি ৮৩ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ২০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।