সোমবার ৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক :   |   সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   49 বার পঠিত

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

আজ ১১ ডিসেম্বর সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সুচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১৩.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৪.৩৪ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪.৩৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৬.৮৫ পয়েন্টে।

এদিন্র লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির , কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৫.৩৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৮ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ১৪৭টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ৯৭৫ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯১ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১০ ডিসেম্বর ডিএসইতে ১৬ কোটি ৭৪ লাখ ৭৯ হাজার ৮৪২টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ২৯১ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৫৩৭ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৩ কোটি ৮৫ লাখ ৬১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৩ শতাংশ বা ৪৩.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৯০.১৭ পয়েন্টে।

এদিনভর লেনদেন হওয়া ২১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১০টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৩ কোটি ২২ লাখ ৭০ হাজার ৮৬৮ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭ কোটি ৯২ লাখ ৩৫ হাজার ৫৭২ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫ কোটি ৩০ লাখ ৩৫ হাজার ২৯৬ টাকা।

 

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৮:২৫ অপরাহ্ণ | সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।