বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচক বাড়লেও কমেছে লেনদেন

বিবিএ নিউজ.নেট   |   বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   132 বার পঠিত

সূচক বাড়লেও কমেছে লেনদেন

বড় মূলধনী কোম্পানির শেয়ারের দর বাড়ায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার বেড়েছে সূচক। তবে কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ৩৭৭টি প্রতিষ্ঠানের ২৩ কোটি ৮৫ লাখ ২৭ হাজার ৩১টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৬২টির, অপরিবর্তিত রয়েছে ৭৬টির দাম।

ডিএসইর প্রধান সূচক ৬ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১ দশমিক ২০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ৯ দশমিক ৩৪ পয়েন্ট।

ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ১ হাজার ২১৩ কোটি ৬৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৩১ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার শেয়ার; যা আগের দিনের চেয়ে কিছুটা কম।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল ফরচুন সু, ওরিয়ন ফার্মা, বিএসসি, সাইফ পাওয়ার, আনোয়ার গ্যালভানাইজিং, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, ফার্মা এইড এবং রহিমা ফুড করপোরেশন লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৫টির, অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম। এ বাজারে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৯ লাখ ১৮ হাজার ৮৯১ টাকার শেয়ার।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:০৭ অপরাহ্ণ | বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।