বিবিএনিউজ.নেট | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট | 428 বার পঠিত
শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ বোনাস লভ্যাংশ (স্টক ডিভিডেন্ট) অনুমোদন করেছে চতুর্থ প্রজন্মের মিডল্যান্ড ব্যাংক। আজ রোববার ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার ব্যাংকটির রাজধানীর গুলশানস্থ প্রধান কার্যালয়ের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সালের ব্যাংকের নিরীক্ষিত হিসাব বিবরণীসহ অন্যান্য এজেন্ডাভুক্ত বিষয় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিসেস নিলুফার জাফরউল্লাহর সভাপতিত্বে সভায় ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুমসহ ব্যাংকের শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চতুর্থ প্রজন্মের এ ব্যাংকটি দেশের শেয়ারবাজারে এখনো তালিকাভুক্ত হয়নি।
Posted ২:৪৩ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed