মঙ্গলবার ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণভবনে আতিকুল ও ব্যারিস্টার তাপস

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   317 বার পঠিত

গণভবনে আতিকুল ও ব্যারিস্টার তাপস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দুই মেয়রপ্রার্থী মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রাতে তারা গণভবনে যান। সেখানে তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় নির্বাচনে ইভিএমের ব্যবহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচন ইভিএমের মাধ্যমে হয়েছে। ইভিএমের মাধ্যমে দেওয়া এটা একটা পরীক্ষাও ছিল।

তিনি আরও বলেন, আরেকটা পরীক্ষা ছিল আমরা যে এত কাজ করলাম মানুষের জন্য তাহলে মানুষ আমাদেরকে কতটুকু আস্থায় নেয়, বিশ্বাস করে এবং ভোট দেয় কিনা সেটারও একটা টেস্ট হয়ে গেল।

বিএনপি-জামাত জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে যে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই সৃষ্টি, মানিলন্ডারিং, এতিমের অর্থ আত্মসাৎ..যে সমস্ত কর্মকাণ্ড তারা করেছে তাতে মানুষ কোনোদিনই তাদের সমর্থন দেয় না, তাদের চায়ও না।

তিনি বলেন, এতদিন তারা যে গুন্ডামি করে ভোট নিত সেটা এবার হয় নাই, পারে নাই।

গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদও বক্তব্য রাখেন এসময়।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।