নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 352 বার পঠিত
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বুধবার ভোরে তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হাসপাতালের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল এবিএম বেলায়েত হোসেন জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হন ডাক্তার মঈন উদ্দীন। তিনদিন ধরে ছিলেন ভেন্টিলেশনে।
গত ৫ এপ্রিল তার করোনা পজিটিভ আসে।সিলেটের শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি থাকলেও উন্নত চিকিৎসার জন্য ৮ এপ্রিল ঢাকায় আনা হয় তাকে। তিনিই ছিলেন সিলেটের প্রথম করোনা আক্রান্ত রোগী।
Posted ১২:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne