নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট | 204 বার পঠিত
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম ১২ কেজি সিলিন্ডারে ৮৫ টাকা কমানো হয়েছে।
নভেম্বরে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ছিল ১ হাজার ৩১৩ টাকা। তা কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক আদেশে মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়। নতুন এ দাম শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, প্রতি কেজির মূল্য মুসক ব্যতিত ৯৫ দশমিক ৯১ টাকা এবং মুসকসহ সর্বোচ্চ ১০২ দশমিক ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর ৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
এর আগে সর্বশেষ গত ৪ নভেম্বর এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি কেজি এলপিজির দাম ১০৪ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ১০৯ দশমিক ৪২ টাকা করা হয়। সে হিসেবে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৩১৩ টাকায় পৌঁছেছিল।
/এস
Posted ৬:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy