নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ মার্চ ২০২২ | প্রিন্ট | 156 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২০-২৪ মার্চ’২২) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর কমার বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড । বিদায়ী সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ১১.২৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৫ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয় এক কোটি ৩ লাখ ৭৪ হাজার টাকার।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে ছিল আইএফআইসি ব্যাংক লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে
৯.৫৫ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির টাকার অংকে লেনদেন হয়েছে ৩০ কোটি ৫৭ লাখ ২১ হাজার টাকা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৬ কোটি ১১ লাখ ৪৪ হাজার ২০০ টাকার।
ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিডিকম অনলাইনের ৯.১১ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৯.০২ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮.৬৭ শতাংশ, মেঘনা পেটের ৮.০৪ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৭.৮৩ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৭.২১ শতাংশ, সুরিদ ইন্ডাস্ট্রিজের ৭.১১ শতাংশ এবং জিবিবি পাওয়ারের ৭.০৩ শতাংশ দর কমেছে।
Posted ১১:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ মার্চ ২০২২
bankbimaarthonity.com | saed khan