নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ২৬ জুন ২০২৩ | প্রিন্ট | 202 বার পঠিত
আজ ২৬ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৯০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৯০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ১৬৬ কোটি ৬ লাখ ৭১ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ইউনিলিভার কনজিউমার, রেনেটো লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং দ্যা ইবনে সিনা ফার্মা। আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৯৮ কোটি ৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৯ শতাংশ।
জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে ইউনিভার কনজিউমারের ৪৩ কোটি ৫৩ লঅখ ৮৭ হাজার, রেনেটা লিমিটেডের ২৬ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১৪ কোটি ৩৩ লাখ ১৩ হাজার এবং দ্যা ইবনে সিনা ফার্মার ১৩ কোটি ৫৫ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের ১১ কোটি ৭০ লাখ ৭৬ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৭ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার, স্কয়ার ফার্মার ৫ কোটি ১৩ লাখ ৩৬ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৪ কোটি ২৫ লাখ ৬৭ হাজার, রেনউইক যজ্ঞেস্বরের ২ কোটি ৯২ হাজার এবং বাটা সু’য়ের ২ কোটি ৮৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৩:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২৬ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan