নিজস্ব প্রতিবেদক : | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 92 বার পঠিত
আজ ৩০ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন সমতা লেদারের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১০ টাকা ৬০ পয়সা বা ১৭.৫২ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আফতাব অটোমোবাইলস। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ১০.৯৯ শতাংশ।
আর ১৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এমারেল্ড ওয়েল, এডিএন টেলিকম, স্ট্যান্ডার্ড সিরামিক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, শমরিতা হসপিটাল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ।
Posted ৪:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan