| মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 96 বার পঠিত
আজ ১৯ ডিসেম্বর সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের তীর উপরের দিকে উঠে যায়। বেলা ১১টা পর্যন্ত সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্ত বেলা ১১টার পর সূচকের তীর ধীরে গতিতে নিচের দিকে নামতে থাকে। তবে ১১টা ৪০ মিনিট থেকে সূচকের তীর উপরের দিকে উঠতে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর ফলে দিনশেষে প্রধান সূচক পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৯.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬১.০২ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৬.৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ০৯৯.২০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে বেড়েছে ৯৩টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৭.২৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৮ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ৫২০টি শেয়ার ১ লাখ ৪৩ হাজার ১০১ বার হাতবদল হয়েছে।
আর দিন শেষে লেনদেন হয়েছে ৫২১ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৮ ডিসেম্বর ডিএসইতে ১৮ কোটি ২০ লাখ ৮৩ হাজার ৩৭৮টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৬৮৮ বার হাতবদল হয়।
আর দিন শেষে লেনদেন হয় ৪৬৪ কোটি ৯২ লাখ ৭২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৯২ লাখ ৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ২৪.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৭২.৩০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৫টির।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ৯৯৩ টাকা।
গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ২৩১ টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫ কোটি ৮ লাখ ৪৯ হাজার ৭৬২ টাকা।
Posted ৩:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan