| বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 96 বার পঠিত
আজ ১১ জানুয়ারি (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বসুন্ধরা পেপার মিলসের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা বা ৮.৮৫ শতাংশ।
যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড।
কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ টাকা বা ৭.৯৫ শতাংশ।
আর ৫ টাকা বা ৬.৬৪ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬.৬৩ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের ৬.৫৯ শতাংশ, জেএমআই হসপিটালের ৫.৮৬ শতাংশ, আইটিসির ৫.৮৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫.৬৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩৬ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.১২ শতাংশ দর বেড়েছে।
Posted ৪:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan