শুক্রবার ১৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকার মূলধন ফিরেছে

  |   শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   96 বার পঠিত

প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকার মূলধন ফিরেছে

বিদায়ী সপ্তাহে (০৪-০৮ ফেব্রুয়ারি) দেশের শেয়ারবাজারে প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকার মূলধন ফিরেছে। সপ্তাহজুড়েই দেশের শেয়ারবাজার পরিস্থিতি ছিল চাঙ্গা। আলোচ্য সপ্তাহে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বাড়ার পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে দেশের উভয় শেয়ারবাজারে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৯.৩৬ পয়েন্ট বা ২.৫৬ শতাংশ বেড়েছে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭৩.৩৫ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২৪.৩৯ পয়েন্ট বা ১.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৮৭.৩২ পয়েন্টে ।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ২১.৪৫ পয়েন্ট বা ১.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮.২২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৩৪০টি, কমেছে ৩৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭৮ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৬৬৪টি শেয়ার ১৮ লাখ ২২ হাজার ১৮০বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৮ হাজার ৪৭৫ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৮৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩ হাজার ৮৯০ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকা বা ৮৪.৮৬ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৬ হাজার ১০৭ কোটি ১ লাখ ৪ হাজার ৮৩২ টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ৫২৬ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ১১৯ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৬ হাজার ৪১৯ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ২৮৭ টাকা বা ২.১৭ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬৯.৭৮ পয়েন্ট বা ৩.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯৫.৯০ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৩৯৬.৪৮ পয়েন্ট বা ৩.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৫১.৭১ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ২৯.৭৭ পয়েন্ট বা ২.৩৬ শতাংশ এবং সিএসআই সূচক ২৯.৮৮ পয়েন্ট বা ২.৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ২৮৯.৪৫ পয়েন্টে এবং এক হাজার ১৭২.৫২ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ১৬০.৮১ পয়েন্ট বা ১.২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৩৮.২৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ২৮৬টি, কমেছে ৫৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৫৬ কোটি ৬০ লাখ ১২ হাজার ৩৩ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৮ কোটি ২৯ লাখ ৬০ হাজার ২৬ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৪৮ কোটি ৩০ লাখ ৫২ হাজার ৬ টাকা বা ৬১.৬৯ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।