| বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 59 বার পঠিত
আজ ১৮ এপ্রিল সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সুচকের তীর একটানা নিচের দিকে নেমে যায়। দিনশেষে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৩ শতাংশ বা ৭৭.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৮৬.৬৮ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৬.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮৪.৫৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯ টির, কমেছে ৩৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭.৩৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৭ কোটি ২৬ লাখ ১২ হাজার ৬২৮ টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ৪৪২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫২২ কোটি ৫১ লাখ ০৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৭ এপ্রিল ডিএসইতে ১৫ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ১৮৩ টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৬৩০ বার হাতবদল হয়ে। আর দিন শেষে লেনদেন হয় ৪৮২ কোটি ৫৩ লাখ ২৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৯ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৩ শতাংশ বা ২১৫.০২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ২৪৪.৫১ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬ টির, কমেছে ১৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির।
আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৫ লাখ ৫৩ হাজার ২১৮ টাকা।
Posted ৪:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | saed khan