| বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 21 বার পঠিত
গত কয়েক দিনের ধারাবাহিক দরপতন কাটিয়ে আজ ০৯ অক্টোবর উত্থানে ফিরেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীত সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৮৫ শতাংশ বা ৯৮.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২২.০৫ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৮.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৫.৮৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৫.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৪.৯৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২৭টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮২.৫৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৩ কোটি ৪৩ লাখ ৩ হাজার ৩০২টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৯১৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৮ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২৩.২১ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৭.৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৩৯.২১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২ টির, কমেছে ১৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৫.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১২ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার ৯৮৫ টি শেয়ার ১ লাখ ১৭ হাজার ৪১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫৫ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২১ কোটি ২৩ লাখ ৩৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৬ শতাংশ বা ১৭৩.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৫ হাজার ১৩৫.৩৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৩১ লাখ ৭৮ হাজার ২১৫ টাকা।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan