| সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 26 বার পঠিত
আজ ১৪ অক্টোবর সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীত সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর সোয়া একটার পর থেকে সূচকে একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৯ শতাংশ বা ৪৮.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৩.৫৪ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯১.৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৯.৫২ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১২ কোটি ৭২ লাখ ৬ হাজার ৫৬৮টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ১৫বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৯ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৮৫ শতাংশ বা ৯৮.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২২.০৫ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৮.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৫.৮৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৫.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৪.৯৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২৭টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৮২.৫৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৩ কোটি ৪৩ লাখ ৩ হাজার ৩০২টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৯১৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৫ কোটি ৮৭ লাখ ৬২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৬ শতাংশ বা ৪০.৫৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৯৪.৭৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৩৯ লাখ ৮ হাজার ১৮৭ টাকা।
Posted ৪:২১ অপরাহ্ণ | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan