| শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 23 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানির ডিভিডেন্ড এবং ইপিএস প্রকাশ সংক্রান্ত বোর্ড সভা আজ শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: কপারটেক ইন্ডাস্ট্রিজ, তশরিফা ইন্ডাস্ট্রিজ, আমান কটন ফাইব্রার্স, মীর আক্তার হোসাইন, আমান ফিড, বিবিএস, এস্কয়ার নিট কম্পোজিট, হাক্কানি পাল্প, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, বিবিএস ক্যাবলস, আনলিমা ইয়ার্ন, আজিজ পাইপস, সোনারগাঁও টেক্সটাইল, এপেক্স ওয়েভিং, ম্যারিকো বাংলাদেশ এবং অগ্রণী ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলোর মধ্যে কপারটেক ইন্ডাস্ট্রিজে বোর্ড সভা সন্ধ্যা ৭টায়, তশরিফা ইন্ডাস্ট্রিজের বিকাল ৫টায়, আমান কটন ফাইব্রার্সের বিকাল সাড়ে ৪টায়, মীর আক্তার হোসাইনের বিকাল সাড়ে ৪টায়, আমার কটনের বিকাল ৪টায়, বিবিএসের বিকাল ৩টায়, এস্কয়ার নিট কম্পোজিটের বিকাল ৩টায়, হাক্কানি পাল্পের বিকাল ৩টায়, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজের বিকাল ৩টায়, ইফাদ অটোসের বিকাল ২টায়, বিবিএস ক্যাবলসের বিকাল ২টায়, আনলিমা ইয়ার্নের দুপুর ১২টায়, আজিজ পাইপসের বেলা সাড়ে ১১টায়, সোনারগাঁও টেক্সটাইলের বেলা ১১টায়, এপেক্স ওয়েভিংয়ের বেলা ১১টায়, ম্যারিকো বাংলাদেশের দুপুর সাড়ে ১২টায় এবং অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে কপারটেক ইন্ডাস্ট্রিজ, তশরিফা ইন্ডাস্ট্রিজ, আমান কটন ফাইব্রার্স, মীর আক্তার হোসাইন, আমান ফিড, বিবিএস, এস্কয়ার নিট কম্পোজিট, হাক্কানি পাল্প, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, বিবিএস ক্যাবলস, আনলিমা ইয়ার্ন, আজিজ পাইপস, সোনারগাঁও টেক্সটাইল ও এপেক্স ওয়েভিংয়ের বোর্ড সভায় সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
আর ম্যারিকো বাংলাদেশ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
Posted ৪:৪২ অপরাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan