নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯ | প্রিন্ট | 1514 বার পঠিত
পুঁজিবাজারভুক্ত সাধারণ বীমা কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৮ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.০২ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩.০৫ টাকায়।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উত্থাপন করা হবে। এ লক্ষ্যে আগামী ১৬ মে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
Posted ৭:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed