বিবিএনিউজ.নেট | ১৩ জুন ২০১৯ | ২:৪৬ অপরাহ্ণ
এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর গুলশানস্থ স্পেকট্রা কনভেনশন সেন্টারে বুধবার অনুষ্ঠিত হয় ।
কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ্ হারুন এফসিএ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ছাড়াও কোম্পানির সম্মানীত পরিচালক, আলমগীর কবির এফসিএ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তারিক সুজাত, এম. কামাল হোসেন, জাকির আহমেদ খান, ড. জায়েদী সাত্তার, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রফিকুল ইসলাম এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগন কর্তৃক কোম্পানির পরিচালনা পরিষদের সুপারিশকৃত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
বাংলাদেশ সময়: ২:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed