নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 953 বার পঠিত
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘সরকার কাঁচা পাট রফতানির কথা ভাবছে। এ কারণে কাঁচা পাট রফতানির সম্ভাবনা খতিয়ে দেখা হবে। পাটচাষিকে বাঁচাতে সরকার এই উদ্যোগ নেবে।’ বুধবার সচিবালয়ের পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘জুট অ্যাসোসিয়শেনের দাবির প্রেক্ষিতে ব্যাংক ঋণ এবং পাওনা বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।’
অ্যাসোসিয়শন নেতারা পাটমন্ত্রীকে জানিয়েছেন, পাটের উন্নয়নে সরকার যে সব সুবিধা দিয়েছে এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে সে সমস্ত প্রজ্ঞাপন বাংলাদেশ ব্যাংক আমলে নিচ্ছে না।
জবাবে গোলাম দস্তগীর বলেন, ‘এ সমস্যা নিরসনে পাট, পাটচাষি অথবা রফতানিকারকদের বাঁচাতে যা যা প্রয়োজন সব করা হবে।’
Posted ২:৫৬ অপরাহ্ণ | বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed