বিবিএনিউজ.নেট | ১৮ ডিসেম্বর ২০১৯ | ১১:৩০ পূর্বাহ্ণ
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান কাসেম ইন্ডাস্ট্রিজের ৩৮তম বার্ষিক সাধারণ সভা ১২ ডিসেম্বর রাজধানীর মহাখালী রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিতসভায় ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ।
কোম্পানির চেয়ারম্যান ডা. রেয়ান আনিস ইসলামের সভাপতিত্বে সভায় সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদসহ অন্য এজেন্ডা বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভির উল ইসলাম, পরিচালক নাফিসা কাসেম, সামিদ কাসেম, স্বতন্ত্র পরিচালক মীর মোহাম্মদ শহিদুল্লাহ এবং কোম্পানি সচিব। এছাড়া বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার এতে অংশ নেন।
উল্লেখ্য, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭ কোটি ৯৩ লাখ টাকা। এ হিসাবে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৩ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা বা ৩৮ দশমিক ৪৫ শতাংশ। আলোচ্য সময়ে কাসেম ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৫ পয়সা।
বাংলাদেশ সময়: ১১:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed