• কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ১৩ শ্রমিক

    | ২৫ জানুয়ারি ২০১৯ | ৩:৪২ অপরাহ্ণ

    কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ১৩ শ্রমিক
    apps

    কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কয়লাবাহী ট্রাক উল্টে ইটভাটার ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন।

    শুক্রবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    Progoti-Insurance-AAA.jpg

    কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) আবুল ফজল মীর বলেন, সকালে ইটভাটায় কয়লাবাহী ওই ট্রাকটি আনেলোড করার সময় উল্টে গিয়ে পাশের শ্রমিকদের টিনশেড মেসে পড়ে, ওই মেসে থাকা সবাই তখন ঘুমাচ্ছিলেন। এতে মোট ১৩জন নিহত হয়েছেন। তাদের সবাই পুরুষ। নিহতদের গ্রামের বাড়ি নীলফামারির জলঢাকার বিভিন্ন গ্রামে।

    নিহতরা হলেন, নীলফামারির জলঢাকা উপজেলার বিপ্লব (১৯), মনোরঞ্জন চন্দ্র রায় (১৯), শঙ্কর জন্দ্র রায় (২২), দিপু চন্দ্র রায় (১৯), অমৃত চন্দ্র রায় (২০), মৃণাল চন্দ্র রায় (২১), বিকাশ চন্দ্র রায় (২৮), রঞ্জিত চন্দ্র রায় (৩০), কনক চন্দ্র রায় (৩৫), মো. সেলিম (২৮), মো. মোরসালিন (১৮), তরুণ চন্দ্র রায় (২৫), মাসুম (১৮)।


    এরা সবাই স্থানীয় কাজী অ্যান্ড কোং নামে একটি ইট ভাটার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

    এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইনজামামুল হক জানান, নারায়ণপুর গ্রামের একটি সড়কে কয়লাবাহী একটি ট্রাক ইটভাটার শ্রমিকদের ঘরের উপর উল্টে পড়ে। এতে ঘুমে থাকা শ্রমিকদের ১২জন ঘটনাস্থলে মারা যান। আহতাবস্থায় আরও তিনজনকে উদ্ধার্র করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৩:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ জানুয়ারি ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শেখ হাসিনা মিউনিখের পথে

    ১৪ ফেব্রুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি