
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 846 বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের আরো দু’জন মহাব্যবস্থাপককে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস ও মনোজ কান্তি বৈরাগী। এর আগে মো. মাছুম পাটোয়ারীকেও একইভাবে পদোন্নতি দেয়া হয়।
রোববার বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে পদোন্নতির এ খবর জানানো হয়েছে।
উল্লেখ্য, মহাব্যবস্থাপকের পদোন্নতির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে এর আগে আদেশ জারি করা হয়।
এই দুই কর্মকর্তা ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছিলেন। ক্যারিয়ারের অধিকাংশ সময় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ ব্যাংকের অফিসে দায়িত্ব পালন করেছেন।
Posted ৬:৪৫ অপরাহ্ণ | রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed