নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৫ জুন ২০২০ | প্রিন্ট | 956 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড। বৃহস্পতিবার (৪ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানু’-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ পয়সা। কোম্পানির দেওয়া তথ্য অনুসারে গত অর্থবছরের একই সময়েও শেয়ার প্রতি আয় হয়েছিল ৫ পয়সা। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রাপ্ত তথ্য অনুসারে, গত বছর তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ২৭ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৯ পয়সা। কোম্পানির দেওয়া তথ্য অনুসারে, গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ২৮ পয়সা। তবে ডিএসই থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, গত বছর প্রথম তিন প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান ছিল ৮০ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক। শেয়ার প্রতি ঘাটতি ছিল ৩৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৮০ পয়সা।
গত ৩১ মার্চ ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ২৬ পয়সা।
Posted ১২:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan