
ময়মনসিংহ প্রতিনিধি | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ | প্রিন্ট | 131 বার পঠিত
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও সুষ্ঠু সংবাদ পরিবেশ” শীর্ষক এক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে মঙ্গলবার ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম। তিনি বলেন, “নিজের অধিকার সম্পর্কে নিজেকে সচেতন হতে হবে। সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্ব এবং আইন-কানুন সম্পর্কে সঠিক ধারণা থাকা আবশ্যক।” তিনি আরও বলেন, অপ-সাংবাদিকতা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের পেশাগত সততা ও দায়িত্ববোধের কোনো বিকল্প নেই।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর। তিনি বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হলো প্রকৃত সাংবাদিকতার মূল ভিত্তি। অপ-সাংবাদিকতা রোধে প্রতিটি সাংবাদিককে সতর্ক থাকতে হবে।” সাংবাদিকদের উচিত পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সততা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং জনস্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া।
কর্মশালায় গণমাধ্যমের দায়িত্বশীলতা, সাংবাদিকতার নৈতিকতা, অপসাংবাদিকতার কুফল এবং সঠিক সংবাদ পরিবেশ বজায় রাখার উপায় নিয়ে বিশদ আলোচনা হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি।
Posted ৮:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
bankbimaarthonity.com | rina sristy