বিবিএনিউজ.নেট | রবিবার, ০৭ এপ্রিল ২০১৯ | প্রিন্ট | 540 বার পঠিত
রাজধানীর গুলিস্তানে বেপরোয়া বাসের চাপায় জাকির হোসেন (৬০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।
রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জাকির ঢাকার নবাবগঞ্জের দিঘিপাড় এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী কুলসুম আক্তার ও চার সন্তানের পরিবার নিয়ে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন।
জাকিরের ছোট ভাই আনোয়ার হোসেন জানান, তিনি সকালে রিকশা নিয়ে বের হন। কিছুক্ষণ পর বাসচাপায় জাকিরের মৃত্যুর খবর পাই।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, সকালে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের সামনে জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস জাকিরের রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার পর চালক পালিয়ে যায়। তবে বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান এসআই মাসুদ রানা।
Posted ১:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০৭ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed