• জেনিথ লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে জাবির স্বাস্থ্য বীমা চুক্তি

    | ২৪ এপ্রিল ২০১৯ | ৪:৪৮ অপরাহ্ণ

    জেনিথ লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে জাবির স্বাস্থ্য বীমা চুক্তি
    apps

    জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে স্বাস্থ্য বীমা চুক্তি সম্পাদন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আজ বুধবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ল’ এন্ড জাস্টিস ডিপার্টমেন্টের চেয়ারম্যান এর কার্যালয়ে চুক্তিটি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ল’ ফ্যাকাল্টি এবং ল’ এন্ড জাস্টিস ডিপার্টমন্টের সকল ছাত্র-ছাত্রীর প্রত্যেকে বার্ষিক ৩০ হাজার টাকা পর্যন্ত হাসপাতাল চিকিৎসা বীমা সুবিধা এবং ৩ হাজার টাকা পর্যন্ত আউট পেশান্ট চিকিৎসা বীমা সুবিধা ভোগ করবে। এ ছাড়াও প্রত্যেক ছাত্র-ছাত্রীকে তার ছবি, মোবাইল নম্বর এবং ব্লাড গ্রুপ সম্বলিত একটি হেলথ কেয়ার কার্ড প্রদান করা হবে, যা সারা দেশে বিস্তৃত জেনিথ ইসলামী লাইফের নেটওয়ার্ক হসপিটালে প্রদর্শন করে ছাত্র-ছাত্রী নিজে এবং তার পরিবারের সদস্যগণ সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা সুবিধা উপভোগ করতে পারবে।

    জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ল’ ফ্যাকাল্টির ডীন প্রফেসর বশির আহমেদ, ল’ এন্ড জাস্টিস ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান কে এম সাজ্জাদ মহাসীন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান চুক্তি স্বাক্ষর করেন।

    Progoti-Insurance-AAA.jpg

    এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ মাজদার হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শায়লা আলম আশা, সুপ্রভাত পাল, প্রভাষক প্রীতিকনা সিকদার এবং জেনিথ ইসলামী লাইফের এজিএম (গ্রুপ বীমা) মো. আনোয়ার হোসেন সরকার ও এসইভিপি উম্মে হাসুনাত তোয়াফ্ফিয়া।

    Facebook Comments Box


    বাংলাদেশ সময়: ৪:৪৮ অপরাহ্ণ | বুধবার, ২৪ এপ্রিল ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি