
ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 933 বার পঠিত
বৈশ্বিক হেয়ার কেয়ার ব্র্যান্ড ট্রেসেমের আয়োজনে তিন দিনের ফ্যাশন উইক আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে । আগামী ২৩-২৫ ফেব্রুয়ারি দেশি-বিদেশি ডিজাইনারদের অংশগ্রহণে ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক-২০১৯’ অনুষ্ঠিত হবে।
শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিউটি ও পারসোনাল কেয়ার ডিরেক্টর নাফিস আনোয়ার এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) প্রেসিডেন্ট মাহিন খান। এ ছাড়া সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি ডিজাইনাররা উপস্থিত ছিলেন। ট্রেসেমে ফ্যাশন উইকের ইভেন্ট পার্টনার এফডিসিবি আর হসপিটালিটি পার্টনার লা মেরিডিয়ান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইকে ১৯ জন দেশীয় ও ১১ জন বিদেশি ডিজাইনার তাঁদের কাজ প্রদর্শন করবেন। থাইল্যান্ড, মালয়েশিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত ও পাকিস্তানের ডিজাইনাররা অংশ নেবেন।
উল্লেখ্য, ট্রেসেমে বিশ্বজুড়ে হেয়ার এক্সপার্টস ও প্রফেশনালদের পছন্দের ব্র্যান্ড, যার পণ্য বিশ্বের বিভিন্ন ফ্যাশন ইভেন্টসের ব্যাকস্টেজে ব্যবহার হয়ে আসছে। যেমন- নিউ ইয়র্ক ফ্যাশন উইকের অফিশিয়াল স্পন্সর ট্রেসেমে। ২০১৫ সালে বাংলাদেশে ফ্যাশনের পথচলাকে এগিয়ে নিতে যুক্ত হয় ট্রেসেমে। আর সেই ধারাবাহিকতায় ফ্যাশন শিল্পকে এগিয়ে নিতে ফ্যাশন উইকের আয়োজন।
Posted ৪:২২ অপরাহ্ণ | রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed