
| রবিবার, ১৯ মে ২০২৪ | প্রিন্ট | 65 বার পঠিত
আজ ১৯ মে ধারাবাহিক দরপতন দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন ব্যাপক দরপতনের মধ্যে টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৮৬.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৩১ পয়েন্টে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২০.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ৪০৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি ৭৯ লাখ টাকার।
আজ ডিএসইতে ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২ টির, কমেছে ৩৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।
অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৫৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এদিন সিএসইতে ২২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের।
আগের দিন লেনদেন হয়েছিল ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দাম বেড়েছিল ৫৮টির, কমেছিল ১৬৫টির এবং অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।
Posted ৪:২৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan