
| মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯ | প্রিন্ট | 483 বার পঠিত
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইনস নভোএয়ারের টিকিটের টাকা পরিশোধ করা যাবে বিকাশে। এ লক্ষ্যে সম্প্রতি বিকাশের সঙ্গে চুক্তি করেছে নভোএয়ার।
সম্প্রতি বিকাশ কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন নভোএয়ারের ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ।
নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাহুল ইসলাম এবং বিকাশের হেড অব এম-কর্মাস ইরফানুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এ চুক্তির ফলে গ্রাহক বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই নভোএয়ারের সব আউটলেট থেকে টিকেট কাটতে পারবেন।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে বিকাশ।
Posted ১০:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed