শুক্রবার ২৬ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্লোর প্রাইস তুলে নেয়ার নেতিবাচক প্রভাব

  |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   88 বার পঠিত

ফ্লোর প্রাইস তুলে নেয়ার নেতিবাচক প্রভাব

ফ্লোর প্রাইস তুলে নেয়ার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে। আজ ১৭ জানুয়ারি সূচকের ব্যাপক দরপতন হয়েছে।

এদিন সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচক কিছুটা বাড়লেও ইতিবাচক কোনো পরিবর্তন হয়নি। বরং পতন তালিকায় সমান তালে দর কমেছে ৮টি কোম্পানির। দিনশেষে সুচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫২ শতাংশ বা ৯৬.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪০.২৫ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৪.১৬ পয়েন্টে।

এছাড়া ডিএসই–৩০ সূচক ৭.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৭.১৮ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ২৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৬ কোটি ২৮ লাখ ৬ হাজার ৪৯৯টি শেয়ার ১ লাখ ৫৮ হাজার ৯২৩ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ৫৮৮ কোটি ৮৭ লাখ ৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ জানুয়ারি ডিএসইতে ১৪ কোটি ১৯ লাখ ১৭ হাজার ৮৬৯টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ৫৭৪ বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৬৩৭ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৮ কোটি ২৪ লাখ ২১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২.৩২ শতাংশ বা ৪৩৭.৯০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩৬৮.৩৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০ টির, কমেছে ১৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৭০ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ১৭ লাখ ৪৫ হাজার ৭৫৮ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩ কোটি ৫৬ লাখ ৩৩ হাজার ৩১২ টাকা।

 

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:৩২ অপরাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।