
বিশেষ প্রতিবেদক | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 292 বার পঠিত
দেশের বীমা কোম্পানিগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নেতৃত্ব ছাড়ছেন সংগঠনটির প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেল। বৃহস্পতিবার মধ্যরাতে বিআইএ’র নির্বাহী কমিটির আসন্ন নির্বাচনে প্রার্থীতা না করার ঘোষণা দিয়ে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি স্পষ্ট করলেন তিনি।
তবে নিজের মেধা ও অভিজ্ঞতা দিয়ে আগামী কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে ব্যাংক বীমা অর্থনীতিকে জানিয়েছেন বিআইএ’র দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতা।
আগামী ২২ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে এবার নেতৃত্ব থেকে কেন সরে দাঁড়াচ্ছেন জানতে চাইলে নাসির উদ্দিন আহমেদ পাভেল বলেন, “বিআইএ’র বিগত মেয়াদসমূহে আমি নির্বাহী কমিটির সদস্য (নন লাইফ) ও প্রথম ভাইস প্রেসিডেন্ট ( লাইফ ) হিসেবে অ্যাসোসিয়েশনের জন্য দীর্ঘ সময় কাজ করেছি। এখনো বিআইএ’র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। ২৮ অক্টোবর ,২০২৪ তারিখে নির্বাহী কমিটি আমাকে অবশিষ্ট মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত করার পর আমার জন্য দুটি কাজ গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত ২২ ফেব্রুয়ারি,২০২৫ এর নির্বাচন পর্যন্ত বীমা খাতের অগ্রগতির জন্য বিআইএ’র কার্যক্রম দায়িত্বশীলতার সাথে পালন করা এবং ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে নতুন প্রেসিডেন্টের নিকট দায়িত্ব হস্তান্তর করা।
আমি যে বিআইএ’র ২০২৫ -২০২৬ মেয়াদের নির্বাচনে অংশগ্রহণ করবো না , সেটি অবশ্য আমি প্রায় দেড় বছর আগেই ২৫ জুন, ২০২৩ তারিখের ২১০ তম নির্বাহী কমিটির সভায় সকল সদস্যদের মৌখিকভাবে জানিয়ে দিয়েছিলাম। কারণ, এই দুই বছর আমি আমার সর্ম্পূণ সময় নিজ প্রতিষ্ঠানসমূহে দেবো।
সম্মানিত ভোটারগণ নিজেদের মধ্য থেকে সুন্দরভাবে পরবর্তী যোগ্য নির্বাহী কমিটি খুঁজে নেবে বলে আমি নিশ্চিত। তাই আমি ভোটার হিসেবে নয় , এই নির্বাচনে শুধু একজন সহযোগী হিসেবে নির্বাচন বোর্ডকে সহযোগিতা করা শ্রেয় মনে করছি। আমার অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে আমি পরবর্তী নির্বাহী কমিটিকে সর্বদা সহযোগিতা করবো।”
ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৫-২০২৬ সালের জন্য বিআইএ’র নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে আগামী ২২ ফেব্রুয়ারি। গতকাল
বুধবার (১ জানুয়ারি) ছিল এই নির্বাচনে ভোটার হওয়ার শেষ দিন। তবে শেষ দিনেও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি পাভেল। বিআইএ’র নির্বাচনী বোর্ডের সেক্রেটারি মো. ওমর ফারুক, এনডিসি বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই মেয়াদে সংগঠনটির প্রথম ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন পাভেল। স্বাস্থ্যগত কারণে সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন সম্প্রতি পদত্যাগ করায় পাভেলকে অবশিষ্ট সময়ের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
নাসির উদ্দিন আহমেদ পাভেল বিআইএ’র দুই মেয়াদে (২০২১-২২ ও ২০২৩-২৪) প্রথম ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস-চেয়ারম্যান।
কোনো কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) মধ্যে যেকোনো একজন বিআইএ’র ভোটার হতে পারেন। সূত্র জানিয়েছে, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স থেকে ভোটার হয়েছেন কোম্পানি দুটির এমডি।
বিআইএ’র নির্বাহী কমিটির ২০২৫-২০২৬ সালের নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণের জন্য নমিনেশন ফরম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে আগামী ১৪ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত। গত ২৮ অক্টোবর সংগঠনটির ২১৮তম নির্বাহী কমিটির সভায় নির্বাচনী বোর্ড এবং নির্বাচনী আপিল বোর্ড গঠন করা হয়।
Posted ১:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | Reporter Rasel