নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৭ নভেম্বর ২০২১ | প্রিন্ট | 315 বার পঠিত
৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড লিমিটেড। কোম্পানিটি শুধু মাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। উদ্যোক্তা-পরিচালকরা ডিভিডেন্ড না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, , সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ২০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৯ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি যা ছিল ৯ টাকা ৫৭ পয়সা।
আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ০২ ডিসেম্বর।
Posted ১২:২০ অপরাহ্ণ | রবিবার, ০৭ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan