বিবিএনিউজ.নেট | রবিবার, ৩০ জুন ২০১৯ | প্রিন্ট | 573 বার পঠিত
নতুন ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হবে আজ রোববার। এটি পাস হলে ১ জুলাই সোমবার থেকে কার্যকর হবে।
এরই মধ্যে আজ রোববার সকাল ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। শুরুতেই ৫৯টি বিল উথাপিত হয়।
এর আগে গত ১৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট পাসের আগে শনিবার বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই পাস করা হয় অর্থবিল-২০১৯। তবে অর্থবিলে সঞ্চয়পত্রে ১০ শতাংশ উৎসে করই বহাল রাখা হয়েছে। আগে ৫ শতাংশ ছিল।
এ বছরের বাজেটে বিধান করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ ও সঞ্চয়পত্র কিনতে টিআইএন সনদ দিতে হবে। বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ অনেক মন্ত্রী উপস্থিত রয়েছেন।
Posted ১:০৭ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed