বিবিএনিউজ.নেট | সোমবার, ২৫ মার্চ ২০১৯ | প্রিন্ট | 673 বার পঠিত
সানলাইফ ইসলামী একক বীমা প্রকল্পের মৃত্যু দাবির ১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে মূখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম মৃতের নমিনি ও বাবা নৌ বাহিনীর জেসিও হেদায়েত উল্লাহকে হস্তান্তর করেন।
বীমা গ্রাহক আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার আরিফুল হাসান ফাহিম গেল বছর ১৭ অক্টোবর সাংগু নদীতে সাঁতার কেটে পার হওয়ার সময় মারা যান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও ড. কল্যাণ কৃষ্ণ চক্রবর্তী এফসিএ, উপ ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) ও কোম্পানি সচিব রবিউল আলম এসিএস, ইসলামী একক বীমা (তাকাফুল)-এর প্রকল্প পরিচালক ও সিনিয়র এএমডি ড. আ. ই. ম. নেছার উদ্দিন, সাহেদুর রহমান খান এএমডি (হিসাব), অডিট বিভাগের ইনচার্জ ও সিনিয়র জিএম সোনামুদ্দিন, লোকমুখী বীমা-এর প্রজেক্ট ইনচার্জ ও সিনিয়র জিএম সবুজ তালুকদার এবং ইসলামী একক বীমা (তাকাফুল)-এর হিসাব বিভাগের ইনচার্জ ও সিনিয়র ডিজিএম রাজীবুল হাসান প্রমুখ।
Posted ২:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২৫ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed