বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ০৫ মার্চ ২০১৯ | প্রিন্ট | 862 বার পঠিত
শেখ মোহাম্মদ মারুফ সম্প্রতি সিটি ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং হেড হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী শেখ মোহাম্মদ মারুফ ১৯৯৫ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ফিন্যান্সিয়াল মার্কেট সার্ভিসেস হেড হিসেবে ব্যাংকটিতে দায়িত্ব পালন করেন। তিনি ইস্টার্ন ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান হিসেবেও কাজ করেন।
২০০৭ সালে তিনি ট্রেজারি ও মার্কেট রিস্ক বিভাগের প্রধান হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন।
Posted ৩:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed