শুক্রবার ২৬ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচক ও লেনদেনের উত্থান অব্যহত

  |   মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   65 বার পঠিত

সূচক ও লেনদেনের উত্থান অব্যহত

গত কার্যদিবসের মত আজও ২৩ জানুয়ারি সূচক ও লেনদেনের উত্থান অব্যহত রয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হলেও পরবর্তীতে সূচকের একটানা উত্থান হয়েছে। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

আজ ২২ জানুয়ারি সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচক একটানা বেড়েছে। সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফে দিনশেষে সুচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ২১.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৬.২৫ পয়েন্ট।

ডিএসই শরিয়াহ সূচক ৩.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৪.১৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ১০.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫৮.১৯ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬ টির, কমেছে ২২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩২.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৩৯ কোটি ২৬ লাখ ৭৪ হাজার ৯০৫টি শেয়ার ২ লাখ ৯৫ হাজার ৮৭০ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ১১৭৬ কোটি ৯৪ লাখ ৯৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২২ জানুয়ারি ডিএসইতে ৩৩ কোটি ৭১ লাখ ৩৬ হাজার ২৩৬টি শেয়ার ২ লাখ ৬৭ হাজার ৮৫৯ বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজারমূল্য ছিল ১০৪২ কোটি ২২ লাখ ১৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩৪ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ২.০৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ২৩৩.৪২ পয়েন্টে।

এদিনভর লেনদেনে অংশ নিয়েছে ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১০৬ টির, কমেছে ১৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৯ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৩৫১ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ৮১ লাখ ৯৭ হাজার ৬০১ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৮৮ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।