• সোনালী আঁশের শেয়ার দর অস্বাভাবিক

    বিবিএনিউজ.নেট | ১৭ জুন ২০১৯ | ১২:৩৯ অপরাহ্ণ

    সোনালী আঁশের শেয়ার দর অস্বাভাবিক
    apps

    পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশের শেয়ারের দাম পাঁচ কার্যদিবসের ব‍্যবধানে বেড়েছে ১২৫ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এজন্য বিনিয়োগকারীদের সতর্ক করতে সোমবার তথ্যও প্রকাশ করেছে ডিএসই।

    ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে ১৬ জুন নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠানটির শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

    Progoti-Insurance-AAA.jpg

    তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ৯ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৪০৫ টাকা। যা টানা বেড়ে ১৬ জুন দাঁড়ায় ৫৩০ টাকায়। অর্থাৎ পাঁচ কার্যদিবসের ব‍্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১২৫ টাকা।

    এই দাম বাড়ার পরিপ্রেক্ষিতেই ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয় এবং কোম্পানি কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বিনিয়োগকারীদের সতর্ক করতে তথ্য প্রকাশ করা হয়েছে।


    ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৫০ দশমিক ৮০ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪৩ দশমিক ৫৭ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ৬৩ শতাংশ শেয়ার আছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১২:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৭ জুন ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি