• হাজারো দর্শকের সামনে স্টেজেই কমেডিয়ানের মৃত্যু

    বিবিএনিউজ.নেট | ২১ জুলাই ২০১৯ | ৩:৫২ পিএম

    হাজারো দর্শকের সামনে স্টেজেই কমেডিয়ানের মৃত্যু
    apps

    হলরুম ভরা হাজার হাজার দর্শক। একের পর এক কৌতুক পরিবেশন করে চলেছেন জনপ্রিয় কমেডিয়ান মঞ্জুনাথ নাইডু। তার পারফর্মেন্সে মুগ্ধ হয়ে সবাই করতালি দিচ্ছেন, এমনই এক মুহূর্তে স্টেজেই মারা গেলেন এই কমেডিয়ান।

    জানা গেছে, দুবাইয়ের একটি স্টেজে পারফর্ম করার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ বছর বয়সী নাইডু। দু’ঘণ্টার কমেডি শো-তে তিনিই ছিলেন প্রধান চমক।

    স্ট্যান্ডআপ অভিনয় করার সময় হঠাৎ করেই অসস্তি হচ্ছিলো তার। সবাইকে তার সমস্যার কথা বলতে বলতে একটি বেঞ্চে বসেও পড়েন তিনি। পরে স্টেজের উপর লুটিয়ে পড়ে মারা যান। দর্শক প্রথমে সেটিকে অভিনয়ের অংশ মনে করে হাসতে শুরু করেছিলেন।

    বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। কমেডি সার্কেলে মঞ্জুনাথ বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন।


    কমেডি ও অভিনয় খুবই ভালোবাসতেন। শেষ ৪-৫ বছর ধরে দুবাইতেই ছিলেন তিনি। দ্য কোর্টইয়ার্ড প্লেহাউজে নিয়মিত পারফর্ম করতেন তিনি। তার পরিবার ও বন্ধুরা গভীরভাবে শোকাহত। দুবাইতেই তার শেষকৃত্য করা হবে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৩:৫২ পিএম | রবিবার, ২১ জুলাই ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    বসন্ত উৎসবে মিলেছে নগরবাসী

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    মিথিলার অবশেষে ভালোবেসে

    ০৮ ফেব্রুয়ারি ২০১৯

    দুই দেশে জয়ার দুই ছবি…

    ০৩ জানুয়ারি ২০১৯