
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১ | প্রিন্ট | 194 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: কোরবানি ঈদের পর রেমিট্যান্স প্রবাহে কিছুটা ধীরগতি দেখা দিয়েছিল। তবে তা ফের বাড়তে শুরু করেছে। প্রবাসীরা চলতি আগস্ট মাসের ১২ দিনেই ৮৫ কোটি ৭৩ লাখ ডলার পাঠিয়েছেন। বর্তমান বাজারদরে টাকার অঙ্কে (প্রতি ডলার ৮৪ টাকা ৮৬ পয়সা) এই অর্থের পরিমাণ ৭ হাজার ২৭৫ কোটি টাকা।
এই রেমিট্যান্সে ভর করে বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন (রিজার্ভ) আবার ৪৬ বিলিয়ন (৪ হাজার ৬০০ কোটি) ডলার আতিক্রম করেছে।
গত ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪.৮ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই অঙ্ক ছিল আগের বছরের চেয়ে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ৩৬ দশমিক ১ শতাংশ বেশি।
টাকার অঙ্কে ওই অর্থের পরিমাণ ছিল ২ লাখ ১০ হাজার ১১৫ কোটি টাকা, যা ১ জুলাই থেকে শুরু হওয়া ২০২১-২২ অর্থবছরের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেটের এক-তৃতীয়াংশের বেশি।
বাংলাদেশের ইতিহাসে এক বছর বা অর্থবছরে এত বেশি রেমিট্যান্স কখনোই আসেনি।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে, কোরবানির ঈদের আগে ১৯ দিনে (১ জুলাই থেকে ১৯ জুলাই) ১৫৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। ঈদের পর মাসের বাকি ১১ দিনে (২০ থেকে ৩১ জুলাই) আসে ৩২ কোটি ১৫ লাখ ডলার।
সবমিলিয়ে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স আসে ১৮৭ কোটি ১৫ লাখ ডলার। যা ছিল আগের চার মাসের মধ্যে সবচেয়ে কম। আর গত বছরের জুলাইয়ের চেয়ে কম প্রায় ৩৯ শতাংশ।
সোমবার (১৬ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্স প্রবাহের সাপ্তাহিক যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, চলতি ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টের ১২ দিনে (১ আগস্ট থেকে ১২ আগস্ট) প্রবাসীরা মোট ৮৫ কোটি ৭২ লাখ ৭০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন।
এই রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ৫৫ লাখ ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৪৫ লাখ ডলার।
বেসরকারি ৪০ ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৫ কোটি ৪২ লাখ ডলার। আর বিদেশি ৯ ব্যাংকের মাধ্যমে এসেছে ৩০ লাখ ৩০ হাজার ডলার।
এদিকে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ভর করে বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ সন্তোষজনক অবস্থায় রয়েছে। সোমবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৪৬ দশমিক ১৩ বিলিয়ন ডলার।
গত ২৯ জুন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে মহামারির মধ্যেও বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন ৪৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। জুলাই মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে-জুন মেয়াদের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৪৫ দশমিক ৩ বিলিয়ন ডলারে নেমে আসে।
গত এক মাসের কিছু বেশি সময়ে তা বেড়ে আবার ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | saed khan